ক। মা ও শিশুসেবা(বিনামূল্যেপ্রদত্তসেবা)
১। গর্ভবতী সেবা।
২. প্রসব সেবা।
৩. গর্ভোত্তর সেবা।
৪. এম আর সেবা।
৫. নবজাতকের সেবা।
৬. ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।
৭. প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা।
৮. ইপিআই সেবা।
৮. ভিটামিন এ ক্যাপসুল বিতরণ। মিসোপ্রেস্টাল টেবলেট বিতরণ।
খ। পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)
১. পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।
২. খাবার বড়ি।
৩. জন্মনিরোধক ইনজেকশন।
৪. আইইউডি/কপারটি।
৫. ইমপ্লান্ট।
৬. ভ্যাসেকটমী।
৭. এনএসবি(পুরুষদের স্থায়ী পদ্ধতি।
৮. লাইগেশন/টিউবেকটমী (মহিলাদের স্থায়ী পদ্ধতি)।
৯. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতার সেবা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS