কালের স্বাক্ষী বহনকারী শাখা বরাক,রত্না নদীর তীরে ও খোয়াই নদীর পাশ দিয়ে গড়ে উঠা বানিয়াচং উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো পুকড়া ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ পুকড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৯ নং পুকড়া ইউনিয়ন পরিষদ ।
খ) আয়তন – ২৭.৯০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৪৩,৬০৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৩২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -০২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস/অটোরিক্সা/ রিক্সা।
জ) শিক্ষার হার – ৫১%
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮টি,
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ঃ ০২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যায়ন - ০১টি।
মাদ্রাসা- ৪টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আনোয়ার হোসেন ।
ঞ) নদীর সংখ্যা- ০২টি
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ধান গবেষণা কেন্দ্র ,নাগুড়া ।
ঠ) কমিউনিটি ক্লিনিক- ০২টি, স্যাটেলাইট ক্লিনিক- ০৮টি, পুকড়া ইউনিয়ন স্বাস্থ্যাও পরিবার কল্যান কেন্দ্র - ০১টি।
ড) জমির পরিমান: (পতিত সহ আবাদ যোগ্য জমির পরিমান) - ৩,৫৮০ হেক্টর।
কোর কমিটির আয়তায় - ১৪২ হেক্টর।
ঠ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।
৪) দফাদার-০১ জন
৫)উদ্দ্যোক্তা -০২ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS