Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ .

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৯নং পুকড়া ইউনিয়ন পরিষদ,বানিয়াচং,হবিগঞ্জ।

ইমেইল: pukra.up09@gmail.com


সভার স্থান                      :           ০৯নং পুকড়া ইউ/পি

সভার তারিখ                   :           ১৫/০৫/২০১৯খ্রি:

সভার সময়                     :           সকাল ১১.০০ ঘটিকা।

 

উপস্থিত সদস্য/ সদস্যাদের নাম

ক্রমিক নং

নাম

পরিচিতি

পদবী

স্বাক্ষর

০১

জনাব আনোয়ার হোসেন

ইউ/পি চেয়ারম্যান

সভাপতি

স্বাক্ষরিত

০২

শাহীন মিয়া

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

০৩

জসিম উদ্দিন

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

০৪

মো: জয়নাল আবেদীন

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

০৫

গোপাল দাস

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

০৬

মো: আবুল কালাম

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

০৭

মো: মহিরুজ্জামান

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

০৮

মো: চুনু মিয়া চৌধুরী

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

০৯

অরুন দাস

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

১০

মো: আ: রহিম

ইউ/পি সদস্য

সদস্য

স্বাক্ষরিত

১১

মোছা: ফাতেমা আক্তার

ইউ/পি সদস্যা

সদস্য

স্বাক্ষরিত

১২

মোছা: পারভীন আক্তার

ইউ/পি সদস্যা

সদস্য

স্বাক্ষরিত

১৩

মোছা: আমিনা খাতুন

ইউ/পি সদস্যা

সদস্য

স্বাক্ষরিত

অদ্য  ১৫/০৫/২০১৯খ্রি: তারিখ বেলা ১১.০০ঘটিকায় ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মে/২০১৯খ্রি: মাসের মাসিক সধারণ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ০৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন । সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় নিম্ন লিখিত প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা ০১ : সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়।                          চলমান পাতা ০২

পাতা ০২

সিদ্ধান্ত  ০১: সভায় বিগত সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচনা ০২: সভায় সভাপতি সাহেব সভাকে অবহিত করেন যে,  ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন কর্মসূচীর আওতায় বরাক খাল খনন পেইজ -২ প্রকল্পটি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

সিদ্ধান্ত ০২ : সভায় বিস্তারিত আলোচনার পর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন কর্মসূচীর আওতায় বরাক খাল খনন পেইজ -২ প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে  গৃহীত হয়।

আলোচনা ০৩: সভায় সভাপতি সাহেব সভাকে অবহিত করেন যে,   হিমিপিল/ খাল খনন/ পুকুর খনন কর্মসূচীর আওতায় ০৯নং পুকড়া ইউনিয়নের প্রয়োজনীয় নদী/ খাল/ পুকুর অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

সিদ্ধান্ত ০৩ : সভায় বিস্তারিত আলোচনার পর হিমিপিল/ খাল খনন/ পুকুর খনন কর্মসূচীর আওতায় ০৯নং পুকড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের নিয়ামতপুর দাইড় খাল পুন:খনন (নেড়াইজল নদী হইতে চান্দুরা বিল পর্যন্ত খাল খনন) করার  সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে  গৃহীত হয়।

আলোচনা ০৪: ****

 সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।

 

স্মারক নং- পুইপ/ বানিয়া/২০১৯- ১৯                                                                                                তারিখ: ২০/০৫/২০১৯খ্রি:

সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি

০১। উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচং, হবিগঞ্জ।

০২। উপজেলা প্রকৌশলী, বানিয়াচং, হবিগঞ্জ।